করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের নিবন্ধনের সময়সীমা আগামী ৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে। ৭-১৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এ জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর সহযোগী হিসাবে যুক্ত আছে বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস, ম্যাসল্যাব, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, ইএমকে সেন্টার, আম্বার আইটি ও এসএসএলকমার্জ। কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর অনলাইনে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত তিন আসরে স্বর্ণপদক অর্জনসহ বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় শুরু হলো ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২১ এর নিবন্ধন কার্যক্রম।