Principal Massage

শিক্ষা ও সংস্কৃতির বিদ্যাপীঠ হিসাবে খ্যাত তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে ১৯৮৪ সালে সাবেক উপমন্ত্রী এডভোকেট হুমায়ূন কবীর প্রতিষ্ঠা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দক্ষ মানব সম্পদ গঠনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বর্তমান বিশ্ব মানব সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এই প্রতিযোগিতামূলক প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকার প্রধান শর্ত তত্ত্ব ও তথ্য নির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে সুদক্ষ জাতি গঠন। এই লক্ষ্যকে সামনে রেখে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীর সহায়তায় দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়ের মেধাদীপ্ত নেতৃত্ব ও দিক নিদের্শনায় বর্তমানে ৪টি বিষয়ে অনার্সসহ প্রায় ৪৫০০ শিক্ষার্থীর কলকাকলীতে মুখরিত।

শিক্ষার্থীদের সঠিক পথ অনুসরণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফললাভের উদ্দেশ্যে আমরা প্রণয়ন করেছি যুগোপযোগী কর্ম পরিকল্পনা । যা সুন্দর আগামীর পথে শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় ।

হরিলাল চন্দ্র দেবনাথ
অধ্যক্ষ

Scroll to Top